কোন কিছুর তোয়াক্কা না করে লোভাছড়ায় পাথর সাপ্লাই, করোনা আতঙ্কে কানাইঘাটবাসী

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, মে ২৬, ২০২০

কোন কিছুর তোয়াক্কা না করে লোভাছড়ায় পাথর সাপ্লাই, করোনা আতঙ্কে কানাইঘাটবাসী

Manual5 Ad Code

মুমিন রশিদ, কানাইঘাট :: সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়ার পাথর ব্যবসায়ীরা করোনা ভাইরাস অপেক্ষা করে এবং স্বাস্থ্য বিধি না মেনে স্টকের পাথর সাপ্লাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে লোভা নদীতে বেশ কয়েকটি নৌকার আগমন শুরু হয়েছে। ব্যবসায়ীদের এমন কার্যক্রম দেখে এলাকার মানুষের মধ্যে করোনার আতঙ্ক আরও বৃদ্ধি পেয়েছে।

Manual6 Ad Code

জানা গেছে, লোভা কোয়ারীর পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ওই এলাকা করোনা জোনে পরিনত হয়ে যাবে বলে সচেতন মহল মনে করছেন। কোয়ারীর পাথর সাপ্লাই করতে ইতিমধ্যে শুরু হয়ে গেছে লেবার জোগাড় করার কাজ। সুনামগঞ্জ, নেত্রকোনা থেকে শুরু করে সিলেটের বেশ কয়টা উপজেলা থেকে লেবার জোগাড় করতে শুরু হয়ে গেছে ফোনে যোগাযোগ। কয়েকটি নৌকায় পাথর বোঝাই করছে।

Manual5 Ad Code

এদিকে ব্যবসায়ীরা কোটি কোটি টাকা ব্যয় করে পাথর উত্তলন করে রেখেছেন অপেক্ষা করতেছেন ব্যবসা শুরু করার জন্য।

Manual6 Ad Code

এমতাবস্থায় এই বৈশ্বিক মহামারীতে ব্যবসা শুরু করতে লেবার জোগাড় করলে এলাকার মানুষ আক্রান্ত হবেনা বলে কোন নিশ্চয়তা কেউ দিতে পারছেনা। অতচ মহামারী করোনা ভাইরাসের সময়ে বড় বড় ব্যবসায়ীগণ এলাকার হতদরিদ্র মানুষের পাশে বারবার দাড়িয়ে ইতিহাস সৃষ্টি করেছে।

এখন কিভাবে ব্যবসায়ীদের বিপক্ষে কথা বলবে আর কিভাবে বিপদ থেকে রক্ষা পাবে একটা ধূম্রজালে ও আতঙ্কে পড়েছে পুরো এলাকাবাসী। তবে থেমে নেই সচেতন মানুষের গুঞ্জন। কিভাবে এই মহামারী থেকে নিজেকে ও পুরো এলাকা রক্ষা করবেন এবিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..