রোগীকে শ্লীলতাহানির ঘটনায় ডাক্তারকে জুতাপেটা

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, মে ২২, ২০২০

রোগীকে শ্লীলতাহানির ঘটনায় ডাক্তারকে জুতাপেটা

Manual2 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : টাঙ্গাইলের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসা নিতে আসা শিশুর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওই চিকিৎসককে জুতাপেটা করেছেন। শুক্রবার (২২ মে) দুপুরে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সুবোধ কুমার দাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা। শ্লীলতাহানির শিকার শিশুটি বাসাইল পৌরসভার বালিনা গ্রামের বাসিন্দা।

ভিকটিমের পরিবার ও হাসপাতাল সূত্র জানায়, কানব্যথা শুরু হলে শুক্রবার সকালে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তার মা। সেখানের জরুরি বিভাগে কর্তব্যরত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা সুবোধ কুমার দাস শিশুটির কানে চিকিৎসা দেয়ার জন্য প্রাথমিক পরীক্ষা করেন।

Manual7 Ad Code

আউটডোরে রোগী দেখাতে হলে টাকা লাগে- এমন অজুহাতে শিশুর মায়ের কাছে পাঁচ টাকা দাবি করেন সুবোধ কুমার দাস। এ সময় শিশুটির মা টাকা ভাঙাতে হাসপাতালের বাইরে যান। এ সুযোগে শিশুটির শ্লীলতাহানি করেন ওই চিকিৎসক।

শিশুটির মা হাসপাতালে ফিরে এলে শ্লীলতাহানির কথা জানায় শিশুটি। এ নিয়ে শিশুটির মা প্রতিবাদ করলে হাসপাতালে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে শিশুর পরিবারের সদস্যরা হাসপাতালে আসেন। সেই সঙ্গে বিক্ষুব্ধ জনতা ওই চিকিৎসককে জুতাপেটা ও মারধর করেন। খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুন নাহার ঘটনাস্থলে যান।

Manual3 Ad Code

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান বলেন, অভিযুক্ত ওই কর্মকর্তাকে বদলির ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওই কর্মকর্তাকে জুতাপেটা করেছেন।

Manual2 Ad Code

বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুন নাহার স্বপ্না বলেন, ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করেছি। তবে অভিযোগকারী লিখিত অভিযোগ দেননি। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন বলেছেন।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..