সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, মে ২১, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা-বাগান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ কেজি গাজা উদ্ধার ও এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী গোয়াইনঘাট থানাধীন ছৈলাখেল অষ্টম খন্ড এর বাসিন্ধা মৃত কালু মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া (৪৯)।
বুধবার রাতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম, এএসপি সত্যজিৎ কুমার ঘোষ, এএসপি কামরুজ্জামান এবং এএসপি ওবাইন এর নেতৃতে গোয়াইনঘাট থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেফতার অভিযান পরিচালনা করেন।
অভিযানে সিলেটের গোয়াইনঘাট থানাধীন জাফলং চা বাগানস্থ জনৈক বিরাম নায়েক এর মুদির দোকানের সামনে থেকে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ইব্রাহিম মিয়া (৪৯)কে গ্রেফতার করেছে র্যাব-৯।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে সিলেট জেলার গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd