গোয়াইনঘাট প্রতিনিধি :: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় হয়ে পড়া নিম্ন আয়ের মানুষদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়ে যুবলীগের সভাপতি মামুম পারভেজের ব্যক্তিগত উদ্যোগে ১৬০ টি পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমেদ ভিপি, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমেদ,জেলা যুবলীগ নেতা সাজলু লস্কর, জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া রাসেল, রেজাউল ইসলাম রাজ্জাক, জুবায়ের আহমেদ জুবের, রাসেদ পারভেজ লাবলু, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন লনি, ডাঃ কবির আহমেদ, ওয়ার্ড যুবলীগের সভাপতি সিদ্দেক হোসেন, শরিফ উদ্দিন ও কামাল মিয়া, ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটির সদস্য রুপক দেবনাথ, ফয়সাল মাহমুদ, ফখর উদ্দিন, মইন উদ্দিন, বিশিষ্ট মুরব্বি আব্দুল মতিন পেরন,আব্দুস সোবহান, বশির সরকার ও আব্দুর রহমান আবুল বসরসহ নেতৃবৃন্দ।