সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, মে ১৮, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : গত তিনদিনে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৯ সেবিকা (নার্স)-এর করোনা শনাক্ত হয়েছে। সোমবার (১৮ মে) নতুন করে এই হামসপাতালের ৫ সেবিকার করোনা শনাক্ত হয়।
এছাড়া গত শনিবার এই হাসপাতালের ৫ জন এবং রোববার ওসমানীর ২ জন ও শামসুদ্দিন হাসপাতালের একজন সেবিকার করোনা শনাক্ত হয়।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একাধিক চিকিৎসক এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনা শনাক্ত হওয়া ১০ সেবিকার মধ্যে ৩ জন শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সোমবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা শনাক্ত হয় বলে জানান এই মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে ১১ জনই সিলেট জেলার। এদের মধ্যে দুইজন সেবিকা রয়েছে।
সবমিলিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৪৩৩ জনের।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd