গোয়াইনঘাটে ২৫শ পরিবার পাচ্ছে ঈদ খাদ্য সামগ্রী

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, মে ১৮, ২০২০

গোয়াইনঘাটে ২৫শ পরিবার পাচ্ছে ঈদ খাদ্য সামগ্রী

Manual1 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে ২৫শ ঘরবন্দি অসহায় পরিবার পাচ্ছে ঈদ খাদ্য সামগ্রী। সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরা আহমদের উদ্যোগে এসব অসহায়দের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হবে।

Manual3 Ad Code

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণব্যাধি করোনাভাইরাসের প্রাদুর্ভাব জনিত কারণে ঘরবন্ধি হয়ে পড়া মানুষজন দীর্ঘদিন থেকে কিছুটা অসহায় মানবেতর জীবনযাপন করে আসছেন। ইতিপূর্বে ঘরবন্ধি মানুষের জন্য সরকারি বিভিন্ন খাতে মানবিক খাদ্যসামগ্রী ও ত্রাণ তৎপরতা অব্যাহত আছে।

লকডাউনের কারণে আটকাপড়া গোয়াইনঘাট উপজেলার মানুষের ঈদ আয়োজনে এই ঈদ খাদ্য সামগ্রীও বিতরণ সহায়ক ভূমিকা পালন করবে। করোনা ভাইরাসের কারণে সৃষ্ট এ দুর্যোগকালে আসন্ন পবিত্র ঈদুল ফিতরে সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির নিজস্ব তহবিল থেকে উপজেলার ২৫০০ পরিবারকে ঈদ সামগ্রী উপহার দেয়া হচ্ছে।

Manual6 Ad Code

বুধবার সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদ এমপির এই ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব।

Manual3 Ad Code

অনুষ্ঠানে গোয়াইনঘাট থেকে যুক্ত থাকবেন প্রশাসনের পদস্থ কর্মকর্তা, আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক, শিক্ষাবিদ, জনপ্রতিনিধিগণ, গণমাধ্যমকর্মী, রাজনৈতিকসহ সংশ্লিষ্টরা।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..