সিলেটে করোনাক্রান্তের সংখ্যা এখন ৪০০

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, মে ১৭, ২০২০

সিলেটে করোনাক্রান্তের সংখ্যা এখন ৪০০

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার :: একদিনে ৪১ জন বেড়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪০০ তে পৌঁছেছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, গতকাল শনিবার (১৬ মে) পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ছিল ৩৫৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ১১৬ জন, সুনামগঞ্জ জেলায় ৬৮ জন, হবিগঞ্জ জেলায় ১১৮ জন এবং মৌলভীবাজার জেলায় ছিল ৫৭ জন।

Manual7 Ad Code

রবিবার (১৭ মে) সকাল ৮টা পর্যন্ত সিলেট জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪০০ জনে। একদিনে ৪১ জন বেড়ে যাওয়ায় সিলেট জেলায় আক্রান্তের সংখ্যা ১৪১ জন, সুনামগঞ্জ জেলায় ৬৯ জন, হবিগঞ্জ জেলায় ১২৯ জন এবং মৌলভীবাজার জেলায় ছিল ৬১ জন।

Manual8 Ad Code

এদিকে, গত ২৪ ঘন্টায় সিলেটে নতুন করে হোম কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন আরও ৮৫ জন। এছাড়া ২৪৯ জনকে হোম কোয়ারেন্টিন থেকে মুক্তি দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে রাখাদের মধ্যে সিলেটে ৫০ জন, সুনামগঞ্জে ২৪ জন, হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজারে ৯ জন রয়েছেন।

আর গত ২৪ ঘন্টায় আরও ২৪৯ জনকে কোয়ারেন্টিন থেকে মুক্তি দেওয়া হয়। এরমধ্যে সিলেটের ১০৫ জন, সুনামগঞ্জের ৬০ জন, হবিগঞ্জের ৭৮ জন ও মৌলভীবাজারের রয়েছেন ৬ জন।

Manual3 Ad Code

সিলেট বিভাগে এখন পর্যন্ত মোট ১০ হাজার ৯৩৯ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯ হাজার ৯৩৮ জন।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..