আবারো খোলা হচ্ছে ‍সিলেটের হাসান মার্কেট’

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, মে ১৭, ২০২০

আবারো খোলা হচ্ছে ‍সিলেটের হাসান মার্কেট’

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার :: সিলেটের বন্দর বাজারের হাসান মার্কেট বারবার কথা দিয়ে কথা রাখছে না। মার্কেট খুলে দুই বার বন্ধ রাখার পর আবারো খোলার সিদ্ধান্ত নিয়েছে তারা। অর্থাৎ আগামিকাল সোমবার থেকে  হাসান পুণরায় খোলা হচ্ছে।

Manual3 Ad Code

আজ রবিবার মার্কেট ব্যবসায়ী সমিতির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

Manual5 Ad Code

জানা গেছে, ঈদের এই সময়ে সরকার সীমিত পরিসরে দোকানপাট খোলা রাখা যাবে এমন পরিপত্র জারি করেছে সম্প্রতি। কিন্তু গত ৮ মে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর আহবানে সাড়া  দিয়ে নগরীর সকল ব্যবসায়ীরা (নিত্যপ্রয়োজনীয় ছাড়া) ঈদের আগে বিপণী-বিতান, মার্কেট ও দোকানপাট খোলা না রাখার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তের সাথে সিলেটের হাসান মার্কেট ও লালদীঘি হকার্স   মার্কেটের ব্যবসায়ীরাও একমত পোষণ করেন।

Manual8 Ad Code

কিন্তু গত সপ্তাহের দিকে এই দুই মার্কেটের ব্যবসায়ীরা দোকানপাট খুলে বসেন। পুণরায় এই দুই মার্কেটের ব্যবসায়ীদের সাথে মেয়র আরিফুল হক চৌধুরী বৈঠকে মিলিত হন। সিলেটের মানুষের কথা চিন্তা করে ও মেয়রের আহবানে সাড়া দিয়ে তারা মার্কেট বন্ধ রাখার সিদ্ধন্ত নেন গত বৃহস্পতিবার। তিন দিন হাসান মার্কেট বন্ধ রাখলেও পূণরায় আগামিকাল সোমবার থেকে খোলা রাখার সিদ্ধন্ত নিয়েছেন ব্যবসায়ীরা। তবে লালদীঘি হকার্স  মার্কেট খোলা রাখা না রাখা নিয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন খবর  পাওয়া যায়নি।

এ ব্যাপারে হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি রইস আলী বলেন, আগামিকাল থেকে আমাদের  মার্কেট খোলা থাকবে। বারবার বন্ধ-খোলা প্রসঙ্গে তিনি বলেন, মেয়রের অনুরোধে আমরা বন্ধ রেখেছিলাম। কিন্তু এবার আমরা সরকারের নিয়ম মেনে দোকানপাট পরিচালনা করব। তিনি আরও বলেন, এই মার্কেটটি গরীবের মার্কেট। সুতরাং গরীব মানুষের কথা চিন্তা করে তারা পুণরায় মার্কেট খোলার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..