সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, মে ১৪, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবে নতুন নিয়োগ পেয়েছেন মফিজ উদ্দিন আহমেদ। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের- ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ছিলেন। বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মফিজ উদ্দিন আহমেদ অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান হিসেবে নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত আইজিপি মো. কামরুল আহসানের স্থলাভিষিক্ত হলেন। ৩ মে এক প্রজ্ঞাপনে সরকার তাকে (কামরুল আহসান) পদোন্নতি দিয়ে নতুন দায়িত্ব দেয়।
১৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন মফিজ উদ্দিন আহমেদ। কুষ্টিয়ার পুলিশ সুপার, ডিএমপির লালবাগের ডিসি, যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) ও সবশেষ অতিরিক্ত পুলিশ কমিশনার পদে দায়িত্ব পালন করেন তিনি। রাজধানীর ট্রাফিক ব্যবস্থার উন্নত করতেও কাজ করেছেন তিনি।
এছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভালো কাজের স্বীকৃতি স্বরুপ পুলিশের সর্বোচ্চ পদক পিপিএম পেয়েছেন তিনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd