সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:২২ পূর্বাহ্ণ, মে ১৪, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকার একটি বাসায় চুরি করতে ঢুকে বাসার মানুষের ধরা পড়েছে এক চোর। পরে বাসার লোকজন তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
বুধবার সকালে হাউজিং এস্টেট মেইন রোডের ৯২ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই বাসার বাসিন্দা মৃত তুতিউর রহমানের ছেলে রাহেল আহমদ (৩৪)।
রাহেল আহমদ জানান, বুধবার সকালে তার ছোট ভাই বাইরে থেকে তালা দিয়ে তার কাজে চলে যান। সকাল সাড়ে ৮টার দিকে লিচুবাগান এলাকার ফজিলা নামের এক ব্যাক্তি বাইরে থেকে তালা ভেঙে তাদের বাসায় প্রবেশ করে। ঘরে ঢুকে সে জিনিষপত্র নেয়া শুরু করলে তার বড় ভাইয়ের ঘুম ভেঙে যায়। তিনি ওঠা মাত্রই সে দা দিয়ে মারতে উদ্যত হয়। এসময় বড় ভাইয়ের চিৎকারে আমাদের ঘুম ভেঙে যায়। তখন আমি ও আমার আরেক ভাই উঠে ফজিলার হাত থেকে দা কেড়ে নেই এবং তাকে ধরে পুলিশকে খবর দেই। পরে এয়ারপোর্ট থানা পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।
এ ঘটনায় বুধবার বিকালেই লিচুবাগান এলাকার আব্দুল মান্নানের ছেলে ফজিলা (৪২) কে আসামী করে থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান রাহেল আহমদ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd