কানাইঘাটে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, মে ১৪, ২০২০

কানাইঘাটে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩

Manual4 Ad Code

কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজেলায় আরও একজন কোভিট-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা ৩।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. শেখ শরফুদ্দিন নাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের কাপ্তানপুর গ্রামের লাল মিয়া(৩৫) সম্প্রতি ধান কেটে সুনামগঞ্জ থেকে ফিরেছেন।
‘সম্প্রতি করোনার উপসর্গ নিয়ে তিনি উপজেলা হাসপাতালে এলে নমুনা সংগ্রহ করে সিলেটে পাঠানো হয়। বৃহস্পতিবার নমুনা পজিটিভ আসে। তার রিপোর্ট পেয়ে প্রশাসন তার বাড়ি লকডাউনের ব্যবস্থা করছে। একই সাথে তাকে আইসোলেশনে নেওয়ার প্রস্তুতিও চলমান রয়েছে।’
এর আগে উপজেলার ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের লামারতালুক গ্রামের ফারুক আহমদ ও ঝিংগাবাড়ী ইউনিয়নে মাসুক উদ্দিন নামে এক ব্যক্তির করোনা পজেটিভ আসলে তাদের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়। এ দুইজনও ধান কেটে হবিগঞ্জ থেকে বাড়ি ফিরেছিলেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..