করোনায় আক্রান্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের এক সদস্য

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, মে ১৪, ২০২০

করোনায় আক্রান্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের এক সদস্য

Manual6 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : এবার করোনা আক্রান্ত হলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিকের এক সার্জেন্ট ( ৩০)। বুধবার (১৩ মে) পরীক্ষার ফলাফলে তার করোনা পজিটিভ আসে।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (১৪ মে) এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা।

গত দুই সপ্তাহ আগে জ্বর, সর্দি, কাশি হয়েছিলো। তার প্রেক্ষিতে ওই সার্জেন্ট নমুনা পরীক্ষা করালে তার করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি হোম আইসোলেশনে আছেন। তার সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন জেদান আল মুসা।

Manual3 Ad Code

জেদান আল মুসা বলেন, বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো। তাই তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।

Manual5 Ad Code

এদিকে একই দিন সিলেট জেলা পুলিশের আরো ৫ পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে বিশ্বনাথ থানা পুলিশের দায়িত্বরত ৪ জন। দুইজন উপ-পরিদর্শক (এসআই) ও দুইজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। এছাড়া বাকি একজন সিলেট জেলা পুলিশ লাইন্সের সাব ইন্সপেক্টর ও ডি স্টোর কিপার হিসেবে কর্মরত রয়েছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..