সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, মে ১৪, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : এবার করোনা আক্রান্ত হলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিকের এক সার্জেন্ট ( ৩০)। বুধবার (১৩ মে) পরীক্ষার ফলাফলে তার করোনা পজিটিভ আসে।
বৃহস্পতিবার (১৪ মে) এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা।
গত দুই সপ্তাহ আগে জ্বর, সর্দি, কাশি হয়েছিলো। তার প্রেক্ষিতে ওই সার্জেন্ট নমুনা পরীক্ষা করালে তার করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি হোম আইসোলেশনে আছেন। তার সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন জেদান আল মুসা।
জেদান আল মুসা বলেন, বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো। তাই তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
এদিকে একই দিন সিলেট জেলা পুলিশের আরো ৫ পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে বিশ্বনাথ থানা পুলিশের দায়িত্বরত ৪ জন। দুইজন উপ-পরিদর্শক (এসআই) ও দুইজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। এছাড়া বাকি একজন সিলেট জেলা পুলিশ লাইন্সের সাব ইন্সপেক্টর ও ডি স্টোর কিপার হিসেবে কর্মরত রয়েছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd