৫শ মানুষের হাতে ইফতার তুলে দিলো চৌকিদখি হেল্পিং হ্যান্ডস

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, মে ১৩, ২০২০

৫শ মানুষের হাতে ইফতার তুলে দিলো চৌকিদখি হেল্পিং হ্যান্ডস

Manual3 Ad Code

সিলেট :: করোনা ভাইরাস পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ সিলেটের চৌকিদখি হেল্পিং হ্যান্ডস চ্যারিটি বিডির পক্ষ থেকে সমাজের কর্মহীন, দুস্থ, অসহায় মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত ৫০০ মানুষকে ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে।

Manual4 Ad Code

দেশের এবং প্রবাসের একদল উদ্যমী মানুষের সমন্বয়ে গঠিত এ সংগঠনটি করোনার প্রভাব শুরুর পর থেকে ত্রাণ বিতরণসহ নানা কার্যক্রম হাতে নিয়েছে। বুধবার বিকেলে নগরীর চৌকিদেখি এলাকায় পূবালী ব্যাংকের নিচে সামাজিক দুরত্ব নিশ্চিত করে ইফতারের প্যাকেট মানুষের হাতে তুলে দেওয়া হয়।

লন্ডন প্রবাসী সোলেমান আহমেদ, হাসান আহমেদ, অপুরাজ ও চৌকিদেখী হেল্পিং হ্যান্ডস চ্যারিটি বিডির সদস্য বিমল দেবনাথের আর্থিক সহযোগিতায় ইফতার বিতরণ পরবর্তী এক প্রতিক্রিয়ায় বিমল দেবনাথ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ চৌকিদখি হেল্পিং হ্যান্ডস চ্যারিটি বিডির পক্ষ থেকে আমরা ৫০০ মানুষকে ইফতারের প্যাকেট তুলে দিয়েছি। করোনার প্রভাব শুরুর পর থেকেই আমরা নানাভাবে সমাজের অসহায় দুস্থ ও মধ্যবিত্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..