এসপির নির্দেশে গোয়াইনঘাটে লকাপে থাকা আসামীর বাড়ি খাদ্য পাঠালেন ওসি

প্রকাশিত: ৩:০৬ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২০

এসপির নির্দেশে গোয়াইনঘাটে লকাপে থাকা আসামীর বাড়ি খাদ্য পাঠালেন ওসি

Manual8 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে লকাপে থাকা এক আসামীর বাড়িতে খাদ্যসামগ্রী পাঠিয়েছেন ওসি আব্দুল আহাদ।

Manual6 Ad Code

জানা যায়, একটি মামলায় গত সোমবার জাফলংয়ের মামার বাজার এলাকার শাহজান মিয়া নামের একজনকে আটক করে পুলিশ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি পুলিশের হাতে আটকের পর তার পরিবার অভূক্ত থাকে।

এমন সংবাদ জানতে পেরে সিলেটের গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ আটককৃত আসামী শাজাহান মিয়ার পরিবারের জন্য খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন।

মঙ্গলবার সন্ধ্যায় গোয়াইনঘাট থানার এসআই আবুল হোসেন ওসি’র পক্ষে আটককৃত আসামী শাজাহান মিয়ার পরিবারের কাছে খাদ্য সামগ্রী তুলে দেন।

Manual6 Ad Code

এ বিষয়ে সামাজিক সংগঠন মামার বাজার সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি ফারুক আহমেদ বলেন গোয়াইনঘাট থানায় অনেক ওসি দেখেছি, কিন্তু বর্তমান ওসি আব্দুল আহাদ’র মত মানবদরদী কোন ওসি আমি দেখিনি। রাতের অন্ধকারে অপরাধীর বাড়িতে খাবার পাঠিয়ে গোয়াইনঘাট থানার ওসি এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। দেশের এই ক্রান্তিলগ্নে মানবতার ফেরিওয়ালা গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ’র কার্যক্রমগুলো মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।

Manual5 Ad Code

গোয়াইনঘাট থানার এসআই আবুল হোসেন জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে কেউ না খেয়ে থাকবে না। এই লক্ষ্যে সিলেটের সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম স্যারের দিক নির্দেশনায় ও গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ এর তত্ত্বাবধানে গোয়াইনঘাট থানা পুলিশ পুরো উপজেলায় কাজ করে যাচ্ছে। এরই আলোকে আজ গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ স্যারের পাঠানো খাদ্য সামগ্রী আটককৃত শাজাহান মিয়ার বাড়িতে পৌঁছে দেই।

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..