সিলেটে তিন মাস থেকে কিশোরী নিখোঁজ : ফিরে পেতে মায়ের আকুতি

প্রকাশিত: ২:৫০ পূর্বাহ্ণ, মে ১২, ২০২০

সিলেটে তিন মাস থেকে কিশোরী নিখোঁজ : ফিরে পেতে মায়ের আকুতি

Manual1 Ad Code

সিলেট:: সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানার কাকুয়ারপার এলাকার মৃত মুজফফর আলীর ছোট মেয়ে উর্মিলা আক্তার ইমি (১৪) গত ৯ই ফেব্রুয়ারী সকালে নিজ বাড়ি থেকে হারিয়ে যায়।

এব্যাপারে নিখোঁজ কিশোরীর মা জামিলা খাতুন এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেন যার নং-৩৮২/তাং-০৯-০২-২০২০। পরে আবার অজ্ঞাতদের আসামি করে অপহরণের অভিযোগ এনে র‍্যাব-৯ বরাবরে একটি লিখিত আবেদন করেন তিনি।

Manual5 Ad Code

এসব বলতে বলতে বারবার দুমড়ে মুচড়ে পড়া নারীর আর্তচিৎকারে ভারী করে তুলে প্রতিকূল। তিনি জানান ৯ তারিখ সকালে উজ্জ্বল শ্যামলা রং এর ৪ ফুট ৬ ইঞ্চি লম্বা উনার সহজ সরল মেয়েটি হারিয়ে যায়।

Manual4 Ad Code

এ সময় সে সবুজ রঙের ড্রেস এবং আকাশীরং এর স্বার্ফ পরিহিত ছিলো। সম্ভাব্য সকল স্বজনের বাড়ি খুঁজে না পেয়ে তিনি আইনের সহায়তা চান। এতেও কোন খোঁজ না পেয়ে এখন প্রায় দিশেহারা। সর্বশেষ ভার্চুয়াল জগতের সহায়তা চান সন্তান হারা এই মা।

Manual7 Ad Code

কোন সহৃদয় ব্যক্তি মেয়েটির সন্ধান পেয়ে থাকলে নিম্নোক্ত মোবাইল নম্বরে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। মোবাইল ০১৭৮০-৩২৫৩২৯ বিজ্ঞপ্তি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..