সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, মে ১২, ২০২০
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর উপজেলার লামনীগ্রাম (উত্তরপাড়) এলাকার এক সবজি চাষের জমি থেকে ৬টি গাঁজার গাছ জব্দ করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। ওই গাছগুলো রোপণ ও পরিচর্যা করার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ মে) রাত ১২টা ২৫ মিনিটে গাঁজা গাছ রোপণ ও পরিচর্যা করার অভিযোগে মফিজ উদ্দিন (৬২) নামের এক জনকে আটক করে পুলিশ। উপজেলার লামনীগ্রাম (উত্তরপাড়) এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। উক্ত ঘটনায় জৈন্তাপুর মডেল থানার মামলা হয়েছে। মামলা নং-১০, তাং-১২/০৫/২০২০ খ্রিঃ।
এর আগে রোববার (১০ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়ন লামনীগ্রাম (উত্তরপাড়) এলাকার সাকিনস্থ রায়হান আহমদের বসতবাড়ির সংলগ্ন তার সবজি চাষের জমিতে চাষাবাদকৃত ৬টি গাঁজা গাছ জব্দ করা হয়।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক জানান, গাঁজা গাছ রোপণ ও পরিচর্যা করার অভিযোগে মফিজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। আসামি মফিজ উদ্দিনকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd