সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, মে ১২, ২০২০
স্টাফ রিপোর্টার :: জকিগঞ্জ উপজেলার বাবুর বাজারে সোমবার বিকেল ৩টায় একটি দোকানে হামলার ঘটনায় ৫নং জকিগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ব্যবসায়ী ও সমাজ সেবক মো. বদরুল আলম আফজালকে ষড়যন্ত্র মুলকভাবে ফাসাঁনোর চেষ্টায় লিপ্ত একটি দুষ্কৃতিকারী মহল। এ দাবি জানিয়েছেন বদরুলের পরিবারের সদস্যরা।
একটি মহল তাদের পরিবারের সম্মান ক্ষুন্ন করার জন্য দীর্ঘদিন থেকে উঠে পড়ে লেগেছে। তারা তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে পরিবারের সম্মান ক্ষুন্ন হয় এমন সংবাদ প্রকাশ করছেন বলে জানান মো. বদরুল আলম আফজালের ছোট ভাই মো. ফখরুল ইসলাম।
এ ঘটনায় সোমবার রাতে মো. বদরুল আলম আফজালের ছোট ভাই ফখরুল ইসলাম গণমাধ্যমে এক প্রতিবাদ লিপির মাধ্যমে জানান বদরুল আলম আফজাল একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সমাজসেবী। সোমবার বিকেলে বাবুর বাজারে যে ঘটনা ঘটেছে তার সাথে আফজালের কোনো ধরনের সম্পর্ক নেই। একটি দুষ্কৃতিকারী মহল ষড়যন্ত্র করে তাকে ফাঁসানোর চেষ্টা করেছে। ঘটনার সময় তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরেই ছিলেন। যা সিসি ক্যামেরায় রেকর্ডও রয়েছে। ষড়যন্ত্রকারীরা স্থানীয় প্রশাসনকে ভুল বুঝিয়ে দোকানের ভিতর থেকে থাকে আটক করিয়েছে। আমরা আশাবাদি পুলিশী তদন্তে সঠিক সত্য ও ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন হবে।
প্রসঙ্গত, মো. বদরুল আলম আফজালের ছোট ভাই সুহেল আহমদ একজন ডাক্তার (ডিপ্লোমা)। করোনাকালের এই সময়ে তিনি সুনামগঞ্জ মেডিকেলে কর্মরত ও তার আরেক ছোট ভাই সিলেট সিটি করপোরেশনে কর্মরত। তার চাচা মো. মুতিউর রহমান করাচি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ইমাম। পাশাপাশি মো. বদরুল আলম আফজাল একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সমাজসেবী এবং তার স্ত্রী একজন শিক্ষিকা।
গত ৬মে করোনাভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে সরকারের নির্দেশনা মেনে ৫নং জকিগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গৃহবন্দি অসহায়-হতদরিদ্রদের পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন মো. বদরুল আলম আফজাল।
এ সময় উপস্থিত ছিলেন ৫নং জকিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হালিম আহমদ তাপাদার, করাচি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ইমাম মুতিউর রহমান, মোঃমুহিবুর রহমান, মোঃ ফারুক আহমদ, প্রবাসি জয়নাল আবেদীন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. আব্দুর রহিম, ব্যবসায়ী মো. ফয়সাল আহমদ প্রমুখ।
সোমবার দোকানে হামলার ঘটনায় জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের বলেন, হামলায় জড়িত সন্দেহে একজনকে পুলিশ আটক করেছে। তবে জিজ্ঞাসাবাদের পর এর সত্যতা পেলে বদরুলকে গ্রেফতার দেখানো হবে। আর সত্যতা না পেলে আটককৃতকে ছেড়ে দেয়া হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd