সিলেট নগরীতে ছাদ থেকে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু, ভিডিও নিয়ে রহস্য

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, মে ১১, ২০২০

সিলেট নগরীতে ছাদ থেকে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু, ভিডিও নিয়ে রহস্য

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর কাজলশাহ এলাকায় ঘুমের মধ্যে ছাদ থেকে পড়ে এক নিরাপত্তাকর্মী মারা গেছেন। নিহত পার্থ বিশ্বাস (৩৫) সিএসএস নামে একটি সিকিউরিটিজ কোম্পানির কর্মী ছিলেন।

Manual5 Ad Code

রোববার (১০ মে) রাত আড়াইটার দিকে কাজলশাহ এলাকার পানসী বাজার ডিপার্টমেন্টাল স্টোরের ছাদ থেকে পড়ে তিনি মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তবে ছাদ থেকে পড়ার ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে এক তলা উপরে ছাদ থেকে পড়েছে পার্থ। পড়ার পর সে কোন নড়াচড়া করেনি। এ নিয়ে ফেসবুকে তোলপাড় বিরাজ করছে। অনেকেই তার হত্যার রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ সেলিম মিঞা বলেন, ‘পার্থ দাস কিভাবে মারা গেলেন, তা খুঁজতে গিয়ে পুলিশ পার্শ্বস্থ সিসি ক্যামেরার ফুটেজ দেখেছে। সিসি ক্যামেরায় ধরা পড়েছে, রাতে তিনি একতলা ভবনের ছাদে দুটি চেয়ার একসাথে করে ঘুমিয়ে ছিলেন। রাত ২টা ৩৩ মিনিটে তিনি একতলা ভবনের ছাদ থেকে মাথা নিচ দিকে দিয়ে পড়ে যান। নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।’

Manual6 Ad Code

ওসি বলেন, ‘ঘুমের মধ্যে পার্থ দাস স্ট্রোক করেছিলেন কিনা, তা ময়নাতদন্তে জানা যাবে। পার্থ দাসের জাতীয় পরিচয়পত্র অনুসারে তিনি ছাতকের বাসিন্দা। কিন্তু সেখানে তার কোনো স্বজন পাওয়া যায়নি। পুলিশ তার স্বজনদের খোঁজ করছে।’

Manual7 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..