সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, মে ১১, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গত ২৬ মার্চ থেকে জরুরী সেবার বাইরে সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
পাশাপাশি ১১ এপ্রিল থেকে লকডাউন রয়েছে সিলেট জেলা।এই পরিস্থিতিতে নিম্ন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষেরা দৈনিন্দিন আয় রোজগার বন্ধ হয়ে অনেকটা বিপাকে পরেছে। করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকারের পাশাপাশি অনেক বেসরকারী সামাজিক সংস্থা রাজনৈতিক দল সামর্থ অনুযায়ী এগিয়ে এসেছে। তবে সারা দেশে লক্ষনীয় বিষয় হল ক্ষতিগ্রস্ত এসব মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে পুলিশ। নিয়মিত আইন শৃংখলা নিয়ন্ত্রনের বাইরে সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমণ রোধে মানুষের মাঝে সচেতনতা তৈরী,সামাজিক দুরত্ব বজায় রাখা,করোনা উপসর্গ নিয়ে অসুস্থ্যদের হাসপাতালে প্রেরন, মৃত ব্যক্তিদের জানাযা-দাফনের কাজও করতে হচ্ছে পুলিশকে।এর বাইরে করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের দ্বারে দ্বারে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছে পুলিশ।
সারা দেশের ন্যায় সিলেটেও এ কার্য়ক্রম অব্যাহত রেখেছে সিলেট জেলা পুলিশ। মঙ্গলবার (১১ মে) বিকাল তিন ঘটিকার সময় সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর এলাকায় মৎস্যজীবি ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।
ক্ষতিগ্রস্ত প্রায় একশত পরিবারের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেন পুলিশ সুপার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত ইমাম মোহাম্মদ সাদিদ,অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো: মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আমিনুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল রাশেদুল হক চৌধুরী,অফিসার ইনচার্জ গোলাপগঞ্জ থানা মিজানুর রহমান,অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (উত্তর) সাইফুল আলম।
জানতে চাইলে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেন,করোনা ভাইরাস থেকে জনগন কে সুরক্ষিত রাখতে অত্যন্ত আন্তরিক হয়ে দায়িত্বপালন করছে পুলিশ। পাশাপাশি দৈনিন্দিন আয় রোজগার বন্ধ থাকায় কিছু কিছু মানুষের খাদ্য কষ্ঠে পুলিশকে ভাবিয়ে তুলছে।
মূলত সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা সাধ্যমত কিছু খাদ্য সামগ্রী নিয়ে এসব মানুষের মাঝে থাকার চেষ্টা করছি। পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত আগামীতেও মানুষের পাশে থাকার এরকম কার্যক্রম অব্যাহত থাকবে বলে যোগ করেন তিনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd