সিলেটে একদিনে আরও ৭ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, মে ১০, ২০২০

সিলেটে একদিনে আরও ৭ জনের করোনা শনাক্ত

Manual4 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট বিভাগে একদিনে আরও ৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৪ জনের ও ঢাকার ল্যাবে পরীক্ষায় ৩ জনের করোনা শনাক্ত হয়। এনিয়ে পুরো বিভাগে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৭২ জন।

Manual3 Ad Code

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে শনিবার মোট ১৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৪টি পজেটিভ আসে।

Manual5 Ad Code

এ তথ্য জানিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, পজেটেভ আসা ৪ জনের মধ্যে ৩ জন মৌলভীবাজারের ও একজন হবিগঞ্জের। এদিকে, শনিবার ঢাকার ল্যাবে পরীক্ষা করানো সিলেটের গোলাপগঞ্জের একজনের রিপোর্ট পজেটিভ আসে।

গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী জানান, আক্রান্ত যুবক ঢাকায় বসবাস করতেন। যেখানে তিনি নিজ উদ্যোগে পরীক্ষা করেন। শুক্রবার (৮মে) রাতে তার রিপোর্ট পজেটিভ আসে। শনিবার (৯মে) দুপুর ২টায় তিনি কাগজপত্র নিয়ে তিনি সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন।

একইদিনে ঢাকার ল্যাবকে পরীক্ষায় হবিগঞ্জের আরও দু’জনের করোনা শনাক্ত হয়। এই দুজনই হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসিন্দা। আর ওসমানীর ল্যাবে শনাক্ত হওয়া ব্যক্তি নবীগঞ্জ উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট ৯৩ জনের করোনা শনাক্ত হলো বলে জানিয়েছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল।

Manual1 Ad Code

বিভাগের অন্য তিন জেলার মধ্যে সিলেটে ৮২ জন, সুনামগঞ্জে ৫৯ জন ও মৌলভীবাজারে ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..