কাজিরবাজার সেতু সংলগ্ন সুরমা নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, মে ১০, ২০২০

কাজিরবাজার সেতু সংলগ্ন সুরমা নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার :: সিলেটে সুরমা নদী থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে দমকল বাহিনী। রোববার (১০ মে) বিকেলে নগরীর কাজিরবাজার সেতু সংলগ্ন এলাকায় সুরমা নদী থেকে আব্দুল আজিজ (১২) নামে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়।

Manual1 Ad Code

আব্দুল আজিজ নগরীর কুয়ারপার এলাকার আবদুল আজিজের ছেলে। নদীতে গোসল করতে নেমে সে তলিয়ে যায় বলে জানা গেছে।

Manual6 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে আরেক বন্ধুর সাথে সুরমা নদীতে গোসল করতে নামে আজিজ। এসময় দুই কিশোরই পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দিলে ডুবুরি দল গিয়ে নদী থেকে আব্দুল আজিজের মরদেহ উদ্ধার করে। আর স্থানীয়রা আরেক কিশোরকে জীবিত অবস্থায় উদ্ধার করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের স্টেশন অফিসার যিশু তালুকদার বলেন, সুরমা নদী থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে আমাদের ডুবুরি দল। উদ্ধারের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..