সিলেট থেকে অপহৃত কিশোরী ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ১

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, মে ৯, ২০২০

সিলেট থেকে অপহৃত কিশোরী ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ১

Manual3 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানা কর্তৃক ঢাকা কদমতলি থানা এলাকায় অভিযান পরিচালনা করে এক অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৮ মে) রাত আনুমানিক ১০ টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কদমতলি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়।

Manual2 Ad Code

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম- সেবলু মিয়া তালুকদার (৩০)। সে সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় বাজার এলাকার মোক্তার মিয়া তালুকদারের পুত্র। গ্রেপ্তারকৃত সেবুল মিয়া পেশায় একজন গাড়ি চালক।

পুলিশ জানায় গত মার্চ মাসের ১১ তারিখ সকালে মিরাবাজার শাহজালাল জামেয়া স্কুল এন্ড কলেজের সামনে থেকে ১৪ বছরের ওই কিশোরীকে অপহরণ করা হয়। পরে কিশোরীর বাবা বাদী হয়ে কোতোয়ালী থানায় এজাহার দায়ের করেন।

Manual3 Ad Code

ঘটনার পর সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম মিঞার দিক নির্দেশনায় সোবহানীঘাট পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই/ বিমল চন্দ্র দে সঙ্গীয় ফোর্সের সহায়তায় সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। আসামি চতুর প্রকৃতির হওয়ায় এবং আসামী প্রায় সময় স্থান পরিবর্তন করার কারণে বারবার অভিযান পরিচালনা করেও গ্রেপ্তার ও ভিকটিম উদ্ধার সম্ভব হচ্ছিল না। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় ভিকটিমকে ঢাকা কদমতলী থেকে উদ্ধার করা হয় এবং আসামিকে গ্রেপ্তার করা হয় হয়।

Manual7 Ad Code

সিলেট মেট্রপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আসামি সেবুল মিয়া ভিকটিমের বাবার গাড়ীর ড্রাইভার ছিল। গাড়ীর ড্রাইভার হওয়ার কারণে আসামির ধারনা ছিল ভিকটিমকে অপহরণ করে ফুসলিয়ে বিয়ে করলে সে সমস্ত সম্পত্তির মালিক হবে এবং তার বিদেশ যাওয়ার পথ সুগম হবে।

তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ভিকটিমকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..