জৈন্তাপুরে পুলিশের অভিযানে ভারতীয় নাছির বিড়িসহ অাটক ১

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, মে ৯, ২০২০

জৈন্তাপুরে পুলিশের অভিযানে ভারতীয় নাছির বিড়িসহ অাটক ১

Manual2 Ad Code
জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্গত বিড়াখাই গ্রামের জনৈক ফারুক মিয়ার বাড়ির পাশে নদীর মধ্যে হতে ৯ মে শনিবার ভোর ৪ টায় অভিযান পরিচালনা করে গোয়াইনঘাট উপজেলার নোয়াগাঁও উত্তর, অাব্দুল অাজিজ এর ছেলে আব্দুস সালাম (৩৮) পুলিশ দেখে পালিয়ে যাওয়ার চেষ্ট করে এসময় পুলিশ তাকে অাটক করতে সক্ষম হয় এবং অপরাপর অাসামীরা পালিয়ে যায়৷ অাটককৃত আসামী আব্দুস সালামের নিকট হতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে নৌকা তল্লাশি করিয়া নৌকার মধ্যে রক্ষিত ১০ কার্টুন  খোলা অবস্থায় ৯টি বড় প্যাকেটে ভারতীয় ১৪নং শেখ নাসির উদ্দিন বিড়ি অাটক করা হয়৷ যাহার অানুমানিক বাজার মূল্য হল ২ লক্ষ ৭৩ হাজার টাকা ৷
ভারতীয় নাছির বিড়ি অাটকের ঘটনায় অাব্দুস সালাম কে অাটক দেখিয়ে জৈন্তাপুর মডেল থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ধারায় মামলা দায়ের করা হয়েছে, মামলা (নং ৫, তারিখ ৯-০৫-২০২০)৷
অফিসার ইনচার্জ শ্যামল বনিক বলেন, নবেল করোনা ভাইরাসের প্রদুভাব টেকাতে পুলিশ যখন দিন রাত কাজ করছে তখন এই চক্রটি সুযোগ বুঝে ভারতীয় চোরাকারবার চালিয়ে যাচ্ছে ৷ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে ভারতীয় বিড়ি সহ তাকে অটক করে৷ নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে অাদালতে প্রেরণ করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..