সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, মে ৮, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এক প্রবাসীর বাগানের ছাব্বিশটি ছোট ছোট গাছ কর্তন করেছে একটি প্রবাভশালী মহল। এ নির্মম বর্বরোচিত ও ঘৃণ্য ঘটনায় স্থানীয় তোয়াকুল ইউনিয়নের পাইকরাজ গ্রামবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার সৃষ্টি করেছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের পাইকরাজ গ্রামের মৃত জমশিদ আলীর পৈত্রিক সম্পত্তি বসতবাড়ি ও জমিজমা উত্তরাধিকারী সূত্রে মালিক হন তার একমাত্র ছেলে সৌদি আরব প্রবাসী মো. ছালিম উদ্দিন। জমশিদ আলী মারা যাওয়ার পর তার একমাত্র ছেলে সৌদি আরব প্রবাসী মো. ছালিম উদ্দিন তার পিতা হইতে উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত জমি জামা ভোগদখল করিয়া আসিলেও ভোগদখলে কারও নিকট থেকে বাঁধা প্রাপ্ত হননি।
ছালিম উদ্দিনের মা মনোয়ারা বেগম জানান ছালিম উদ্দিন সৌদি আরব প্রবাসে যাওয়ার পর তাদের নিকট আত্মীয় পাইকরাজ গ্রামের একই বাড়ীর বাসিন্দা মাওলানা মৃত আব্দুস সবুরের বড় ছেলে রুহুল আমিন (৪৮) এর লোলুপ দৃষ্টি পড়ে সৌদি আরব প্রবাসী ছালিম উদ্দিনের জমিজমার উপর। এরই ধারাবাহিকতায় গত ৬ মে (বুধবার) সকাল ১১ টায় রুহুল আমিন (৪৮) ছালিম উদ্দিনের বাড়ি সংলগ্ন জমি দখলের উদ্দেশ্যে রূপায়িত বাগানের ছাব্বিশটি ছোট ছোট গাছ কর্তন করে। প্রবাসী ছালিম উদ্দিনের মালিকানাধীন প্রায় সোয়া ২ বিঘা জমিতে রূপায়িত বাগানের বিভিন্ন স্থানে গাছ কর্তন যে কোন মানুষের মনে নাড়া দিবেই।
এ ব্যপারে প্রবাসী ছালিম উদ্দিনের মা মনোয়ারা বেগম বাদী হয়ে মাওলানা মৃত আব্দুস সবুরের বড় ছেলে রুহুল আমিন (৪৮)কে প্রধান আসামি করে গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ বলেন- তোয়াকুল ইউনিয়নের পাইকরাজ গ্রামের সৌদি আরব প্রবাসী ছালিম উদ্দিনের মা মনোয়ারা বেগম বাদী হয়ে তার বাগানের ছাব্বিশটি গাছ কাঁটার বিষয়ে থানায় অভিযোগ করেছেন। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। প্রমানিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd