গোয়াইনঘাটে পূর্ব শত্রুতার জের ধরে যুবলীগ নেতার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, মে ৭, ২০২০

গোয়াইনঘাটে পূর্ব শত্রুতার জের ধরে যুবলীগ নেতার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

Manual6 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের নতুন বাজার এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি কাশেমের উপর দফায় দফায় সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যাপক মারপিটসহ বসত ঘরে অগ্নি সংযোগ করেছে দূর্বৃত্তরা।

Manual2 Ad Code

অগ্নি সংযোগের কারণে বসত ঘর পুড়ে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। মামলার এজাহার সুত্রে জানাযায়, গত ৫মে দিবাগত রাত সাড়ে ১০টায় প্রথম দফায় অতর্কিত হামলার পর রাত সাড়ে ১১টায় পূনরায় সংঘবদ্ধভাবে কাশেমের বাড়িতে অগ্নিসংযোগ করেছে স্থানীয় আসাম পাড়া হাওর গ্রামের শাহজাহান মিয়ার পুত্র আব্দুল হান্নান (৩৫), শাহজাহান মিয়ার পুত্র হারুন মিয়া (২৪), শাহজাহান মিয়ার পুত্র মোঃ হানিফ মিয়া (২২), মৃত মনির মিয়ার পুত্র দেলোয়ার হোসেন (২৬), মোকাদ্দস আলীর পুত্র রাসেল মিয়া (২৫), সোহরাব খান’র পুত্র রেজাউল করিম রেজা (৩৬) সহ অঞ্জাতনামা আরোও ১০/১৫জনের নাম উল্লেখ করে ৬মে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন যাহার নংঃ-০৪/২০২০।

Manual1 Ad Code

স্থানীয় এলাকাবাসী জানান, যুবলীগ নেতা আবুল কাশেমকে বেধড়ক মারধরসহ বসত ঘরে অগ্নি সংযোগ দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করে হান্নান বাহিনী। তাদের আর্তচিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি অগ্নি সংযোগের কারণে আবুল কাশেমের বসত ঘর ও ঘরে থাকা আসবাবপত্রসহ একটি টিভিএস মোটরসাইকেল আগুনের লেলিহান শিখায় ধ্বংস হয়েছে। ঐসময় নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়েছে হান্নান বাহিনী।

এঘটনায় যুবলীগ নেতা কাশেম বাদী হয়ে আবদুল হান্নানসহ ১০/১৫জনকে আসামি করে এ বিষয়ে ওয়ার্ড যুবলীগ নেতা আবুল কাশেম বলেন,,জাতীয় নির্বাচনে আব্দুল হান্নান গংদের সাথে নির্বাচনী মনমালিন্যতার জের ধরে আমি ও আমার পরিবার দ্বয়কে পুড়িয়ে হত্যার পায়তারা লিপ্ত রয়েছে হান্নান বাহিনী। যার পরি প্রেক্ষিতে ৫মে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টায় আমার বসত ঘরে অগ্নি সংযোগ করে। এতে ঘরের আসবাবপত্র, মোটরসাইকেল, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধন করে। এরই প্রেক্ষিতে আমি (আবুল কাশেম) নিজে বাদি হয়ে গোয়াইনঘাট থানায় একটি অভিযোগ দায়ের করি।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুুল আহাদ জানান,, বসত ঘরে অগ্নি সংযোগের ঘটনার প্রেক্ষিতে পূর্ব জাফলং ইউনিয়নের আবুল কাশেম বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করলে অভিযোগটি রের্কড করা হয়েছে। তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও এমন ন্যাক্ষারজনক ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে থানা পুলিশ তৎপর রয়েছে।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..