সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, মে ৪, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক :ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাস ছড়ানোর দায়ে উপজেলা যুবদলের এক নেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলার নাসিরনগর উপজেলার যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছোয়াব খানকে এই জরিমানা করা হয়।
রবিবার (৩ মে) বিকালে নাসিরনগর উপজেলার ভলাকুট ছোয়াব খানের নিজ বাড়ির আঙ্গিনায় নদীর পাড়ে করোনায় আক্রান্ত উপজেলা অষ্ট্রগ্রাম থেকে আগত বেদেরকে জায়গা দেয়ার ও সরকারি নির্দেশনা অমান্য করায় অভিযোগ এনে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী।
এ ব্যাপারে নিবার্হী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংক্রমণ রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনে ২০১৮ এর ২৫(১)(খ) ধারায় লঙ্ঘনের দায়ে তাকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd