বিশ্বনাথে কওমী মাদরাসায় প্রধানমন্ত্রীর চেক হস্তান্তর

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, মে ৩, ২০২০

বিশ্বনাথে কওমী মাদরাসায় প্রধানমন্ত্রীর চেক হস্তান্তর

Manual6 Ad Code
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলায় ৫ টি কওমী মাদরাসায় এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের ৫৫ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মাদরাসা প্রধানদের হাতে চেক তুলে দেন ইউএনও (ভারপাপ্ত) মো. কামরুজ্জামান।
প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা পাওয়া বিশ্বনাথের কওমী মাদরাসা গুলো হলো উপজেলা সদরের জামেয়া ইসলামীয়া দারুল উলুম মাদানীয়া মাদরাসা ও এমিতখানা, জামেয়া মুহাম্মদীয় আরাবিয়া মাদরাসা ও এতিমখান, রামপাশা ইউনিয়নের দারুল হিকমাহ মাদরাসা ও এতিমখানা, জামেয়া ইসলামীয়া লুৎফাবাদ (পাঠাখইন) মাদরাসা ও এতিমখানা, ও অলংকারী ইউনিয়নের আল মদিনা মাদরাসা ও এমিতখানা।
চেক হন্তান্তরকালে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভূঁইয়া, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলাম বেগ, সংশ্লিষ্ট মাদরাসা প্রধান মাওলানা শিব্বির আহমদ, মাওলানা নুরুল হক, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আবদুর রহিম প্রমুখ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..