সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:১৭ পূর্বাহ্ণ, মে ২, ২০২০
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুরে গরু দিয়ে ধানের চারা খাওয়ার ঘটনায় দুই গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। শুক্রবার(১মে ২০ইং) রাত ১১ টায় উপজেলার চারিকাটা রামপ্রশাদ ফুলতলে গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩৫ জন। তাৎক্ষনিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
সূত্র জানায়, সিলেটের জৈন্তাপুরে শুক্রবার বিকেলে গরু দিয়ে ধানের চারা খাওয়ানোর বিষয়ে দুটি পক্ষে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় রাতে চাক্তাগ্রাম ও রামপ্রশাদ গ্রামের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয় পক্ষের প্রায় ৩৫ জন লোক আহত হন।
আহতদের মধ্যে কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। আর অন্যদেরকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে।
সূত্র আরও জানায়, দুই গ্রামবাসীর সংঘর্ষের খবর পেয়ে জৈন্তাপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd