সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:০৯ পূর্বাহ্ণ, মে ২, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক পুলিশ সদস্য মারা গেছেন। শুক্রবার রাতে মারা যাওয়া ওই পুলিশ সদস্য নারায়ণগঞ্জ শিল্প পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি সিলেটে ফেরেন।
ইমন নামের ওই পুলিশ কনস্টেবলের বাড়ি মৌলভীবাজারের সদর উপজেলার খলিলপুর গ্রামে। তিনি কয়েকদিন ধরে জ্বরে ভোগছিলেন। অসুস্থ থাকার কারণে সম্প্রতি তাকে নারায়নগঞ্জ থেকে গ্রামের বাড়িতে পাঠানো হয়। বাড়িতে হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় তার অবস্থার অবনতি হলে ২৭ এপ্রিল তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
পুলিশ সদস্যের মৃত্যুর তথ্য নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বলেন, ওই পুলিশ সদস্যের শরীরের করোনার উপসর্গ থাকলেও নমুনা পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ আসে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd