৩ সন্তানের পর এবার ৪ সন্তানের জন্ম দিলেন মারুফা

প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, মে ১, ২০২০

৩ সন্তানের পর এবার ৪ সন্তানের জন্ম দিলেন মারুফা

Manual4 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর গ্রামের এরশাদ আলীর স্ত্রী মারুফা খাতুন এবার চার সন্তানের জন্ম দিয়েছেন।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় মারুফাকে চুয়াডাঙ্গা শহরের একটি ক্লিনিকে ভর্তি করলে চিকিৎসক জিন্নাতুল আরার তত্ত্বাবধানে দুটি পুত্র ও দুটি কন্যা সন্তান প্রসব করেন।

Manual3 Ad Code

তবে, মা ও তিন সন্তান সুস্থ থাকলেও এক ছেলে নবজাতক অসুস্থ হওয়ায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রাখা হয়েছে।

Manual7 Ad Code

মারুফার স্বজনরা জানান, ২০০৯ সালে একই উপজেলার জগন্নাথপুর গ্রামের আইনাল তরফদারের ছেলে এরশাদ আলীর সঙ্গে মারুফা খাতুনের বিয়ে হয়।

বিয়ের দুই বছরের মাথায় মারুফা কন্যা সন্তানের মা হন। এরপর সাত বছর পর ২০১৮ সালে মারুফা একসঙ্গে দুই কন্যা ও এক পুত্র সন্তানের জন্ম দেন। তবে অপুষ্টিজনিত কারণে কয়েক দিন পর তিন সন্তানই মারা যায়।

Manual4 Ad Code

চুয়াডাঙ্গার শহরের উপশম নার্সিং হোম ক্লিনিকের চিকিৎসক জিন্নাতুল আরা বলেন, স্বাভাবিক নিয়মে ৩০ মিনিটের মধ্যে চারটি সন্তান প্রসব করেন মারুফা। তিন সন্তানসহ মারুফাকে তার তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..