সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : মৌলভীবাজারের রাজনগরের নির্বাহী কর্মকর্তার দায়িত্ব গ্রহণ করেছেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদ্য বদলিপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা পাল।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে আনুষ্ঠানিকভাবে রাজনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রিয়াংকা পাল।
গত ফেব্রুয়ারি মাসে ইউএনও’র দায়িত্বে থাকা ফেরদৌসী আক্তার দুর্নিতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক পদে বদলি হলে ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব নেন সহকারী কমিশনার (ভূমি) ঊর্মি রায়।
সম্প্রতি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা থেকে বদলি করে প্রিয়াংকা পালকে রাজনগরের ইউএনও হিসেবে যোগ দিতে আদেশ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এই আদেশের প্রেক্ষিতে ২৯ এপ্রিল তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে যোদান করেন। পরে আজ দুপুরে রাজনগরে যোগদান করেন। প্রিয়াংকা পাল ৩১ তম বিসিএসে উত্তীর্ণ হন।
বৃহস্পতিবার নবাগত ইউএনও প্রিয়াংকা পাল দায়িত্ব গ্রহনকালে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান, সহকারী কমিশনার (ভূমি) ঊর্মি রায়, ভাইস চেয়ারম্যান আলাল মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত, সদর ইউপি চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ ছালেক প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd