সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলায় অজ্ঞাত যুবতী হত্যা মামলায় তিন যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। তারা হলো উপজেলার কাজিরগাঁও গ্রামের জসিম মিয়ার ছেলে দুলাল মিয়া, তবলপুর গ্রামের ফজর আলীর ছেলে মুক্তার মিয়া ও কাবিলপুর গ্রামের আসাদ মিয়ার ছেলে তাজুল মিয়া। আজ বৃহষ্পতিবার তাদের সিলেট আদালতে পাঠানো হয়। এর আগে বুধবার রাতে লামাকাজি এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, গত বছরের ১৫ নভেম্বর লামাকাজি ইউনিয়নের দুর্লভপুর গ্রামের আবদুল গফুরের বাড়ির পুকুরে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবতীর বিকৃত লাশ উদ্ধার করে পুলিশ। মৃতদের চেহারা বিকৃত হওয়ায় পরিচয় সনাক্ত করা যায়নি মেয়েটির। তার পরনে থাকা সবুজ রঙের পোষাক নিয়েই তদন্তে নামে পুলিশ। এ ঘটনায় ওই রাতেই পুলিশ বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে দায়ের করা হয় হত্যা মামলা (মামলা নাম্বার-১৪, তারিখ-১৫.১১.১৯)।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ পুলিশ স্টেশনের ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, মেয়েটির পরিচয় সনাক্ত ও খুনিদের গ্রেফতারে তৎপর রয়েছি আমরা। বিভিন্ন ঘটনার সূত্র ধরে ওই তিনজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd