সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০
সিলেট :: মহামারি করেনাভাইরাস মোকাবেলায় দেশে আরও ৫ হাজার ৫৪ জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগের উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক বলেন, করোনা আক্রান্তদের সেবায় নার্সরা কাজ করে যাচ্ছেন। তারা নিজের জীবনের ঝুঁকির কথা না ভেবে মানবতার সেবায় নিজেদেরকে নিয়োগ করেছেন।
নেতৃবৃন্দ বলেন, নার্সদের আন্তরিক সেবা দানের বিষয়টি জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও প্রশংসিত হয়েছে। নার্সদের প্রতি সবসময় উদার প্রধানমন্ত্রী এবার করোনা চিকিৎসাকে আরো গতিশীল করতে দেশে নতুন নার্স নিয়োগের উদ্যোগ নিয়েছেন। তার নির্দেশে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি) দেশে ৫ হাজার ৫৪ জন নতুন সিনিয়র স্টাফ নার্স নিয়োগের সুপারিশ করেছে। নতুন নার্স নিয়োগের মাধ্যমে দেশে করোনাক্রান্তদের আরো বেশ সেবা দেওয়া সম্ভব হবে।
নতুন নার্স নিয়োগের উদ্যোগ নেওয়ায় নেতৃবৃন্দ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদপ্তর এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd