গোয়াইনঘাটে পিতৃহীন শিশুর হাতে খাদ্য তুলে দিলেন উপজেলা চেয়ারম্যান

প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০

গোয়াইনঘাটে পিতৃহীন শিশুর হাতে খাদ্য তুলে দিলেন উপজেলা চেয়ারম্যান

Manual8 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেহপুর ইউনিয়ন ও আলীরগাঁও ইউনিয়নের বিভিন্ন শ্রেণির পেশার গরীব অসহায়দের হাতে সরকার কর্তৃক বরাদ্দকৃত ৬ষ্ট ও ৭ম পর্যায়ের জিআর ( চাল) ও শুকনো খাবার এবং শিশু খাদ্য সামগ্রী বিতরণ করেছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ।

Manual7 Ad Code

দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ শেষে বিকেল সাড়ে ৪টায় নিজ কার্যালয়ের প্রবেশপথে পিতৃহীন ৩সন্তানকে নিয়ে খাদ্য সহায়তা পাবার আশায় বসেছিলেন এক হতভাগা মা। সন্তানদ্বয়কে জড়িয়ে ধরে অপেক্ষার প্রহর কাটতেই আগমন ঘটল পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদের।

Manual7 Ad Code

আশার আলোয় বুক বেধে মানবিক সহায়তার জন্য হাত বাড়াতেই চেয়ারম্যান ফারুক আহমদ অবুঝ পিতৃহারা শিশুদ্বয়ের প্রতি নিজের মানবিক সহায়তার হাতকে প্রসারিত করে মাতায় হাত বুলিয়ে দিয়ে শান্তনা বাণী আর শিশু খাদ্য সামগ্রী তুলে দেন। নিমিষেই পিতৃহারা শিশুদ্বয়ের মুখে একফালি সোনালি হাসির ঝিলিক কাজ করে তাদের মাঝে।

গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ জানান, চলমান সময়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস কোভিট-১৯’এ সৃষ্ট দুর্যোগের কারণে। সরকার কর্তৃক লকডাউন ঘোষণার পর সুবিধা বঞ্চিত ও শ্রমজীবি মানুষ তাদের জীবিকা নির্বাহ পুরোপুরি বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছে। এযাবৎ পর্যন্ত সরকার ও ব্যাক্তি উদ্দ্যগে বেকার কর্মহীন আর অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে এমন দৃশ্য দেখিনি। যাহা আমাকেন আবেগাপ্লুত করে তুলেছে।

Manual5 Ad Code

ত্রাণ সামগ্রী বিতরণ কালে এসময় উপস্থিত ছিলেন ৬নং ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান নুরুল হাসান, আলীরগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবুল খায়ের, গোয়াইনঘাট উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম,সাবেক ইউপি সদস্য মঈন উদ্দিন এবং আওয়ামীলীগ নেতা জহুরুল ইসলাম প্রমুখ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..