সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেটের বিশ্বনাথ উপজেলার আলাপুর গ্রামের বাড়ির রাস্তা নিয়ে নিরীহ পরিবারের উপর প্রভাবশালীদের হামলার ঘটনা ঘটেছে। গত ২৫ এপ্রিল রাস্তার পাশে গাছের চারা রূপন করায় আলাপুর গ্রামের নিরীহ আব্দুল জলিল ও তার পরিবারের উপর হামলা চালিয়েছে প্রতিবেশি প্রভাবশালীরা। এ ঘটনায় সাত জনের নাম উল্লেখ করে আব্দুল জলিলের স্ত্রী রাহেলা বেগম বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং(-২৩, তারিখ-২৭/০৪/২০২০ ইং)।
মামলার আসামিরা হলেন, বিশ্বনাথ থানাধীন আলাপুর গ্রামের মৃত রিহান উল্লাহ’র ছেলে আশিক আলী (৪০), রফিক আলী (৪২), মৃত আরব আলীর ছেলে রাজন মিয়া (২৫), সোহেল মিয়া (২৮), শফিক আলীর পূত্র নূর আলী (৩০), কলাই মিয়া (২৭), রফিক আলীর পূত্র শাহিন মিয়া (২১)।
মামলা সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল বাড়ির রাস্তার পাশে কিছু সংখ্যক গাছের চারা রোপন করায় আশিক আলীর নেতৃত্বে আসামিরা বাদি রাহেলা বেগমের স্বামী আব্দুল জলিলকে মেরে রক্তাত্ব করে। পরে রাহেলা জলিলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং তাদেরকে রক্তাত্ব অবস্তায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আসামীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার কোন আসামীকে গ্রেফতার করা হয়নি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd