সুনামগঞ্জে স্বাস্থ্যকর্মীসহ ১১ জন করোনা আক্রান্ত, ২ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন

প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০

সুনামগঞ্জে স্বাস্থ্যকর্মীসহ ১১ জন করোনা আক্রান্ত, ২ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন

Manual2 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জে নুতন করে ১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনায় বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুরোপুরি লকডাউন ও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আংশিক লকডাউন করা হয়েছে। জেলা সিভিল সার্জন শামছ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে বিশ্বম্ভরপুর ও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। অন্যান্য আক্রান্তদের খোঁজ খবর নেওয়া হচ্ছে তাদেরকে আইসোলেশনে নিয়ে আসা হবে। আক্রান্ত স্বাস্থ্যকর্মীরা বাসায় হোম আইসোলেশনে রয়েছেন।

Manual4 Ad Code

তিনি আরও জানান, নতুন আক্রান্তদের মধ্যে বিশ্বম্ভরপুর উপজেলার ৪ জন, দোয়ারাবাজার উপজেলার ৩ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ২ জন, জগন্নাথপুরের ১ জন এবং সুনামগঞ্জ সদর উপজেলার ১ জন। সুনামগঞ্জের সিভিল সার্জন শামস উদ্দিন জানান, ২২ ও ২৩ এপ্রিল সুনামগঞ্জ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল যাদের, তাদের মধ্য থেকে পরীক্ষায় ১১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানানো হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব থেকে এই তথ্য জানানো হয়েছে।

Manual7 Ad Code

সিভিল সার্জন বলেন, স্বাস্থ্যকর্মীরা করোনা উপসর্গযুক্ত রোগীদের সোয়াব ও থ্রটসের নমুনা সংগ্রহের সময় হয়তো আক্রান্ত হতে পারেন। এজন্য বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুরো লকডাউন ও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আংশিক লকডাউন করা হয়েছে। জীবানুমুক্ত করার পর এগুলো আবারও খুলে দেওয়া হবে।

Manual5 Ad Code

অন্যান্য যারা আক্রান্ত হয়েছেন সম্প্রতি তারা ঢাকা ও নারায়নগঞ্জ এলাকা থেকে গ্রামের বাড়িতে করোনা উপসর্গ নিয়ে এসেছেন। নমুনা পরীক্ষার পর তাদের ফলাফল পজেটিভ এসেছে। জেলায় ৩ হাজার ৯১৩ জন, আইসোলেশনে রয়েছে ১৫ জন, হোমকোয়ারিন্টেন থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৭ জন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..