সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০
কানাইঘাট প্রতিনিধি :: যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা কানাইঘাট উপজেলার বাউরভাগ গ্রাম নিবাসী এম শাকুর সিদ্দিকী চৌধুরী অর্থায়নে কানাইঘাট পৌরসভার সাড়ে ৪’শ পরিবারের মধ্যে চাল, আলু, পেঁয়াজ, তৈল, লবন, ছোলা বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে খাদ্য সামগ্রী বিতরণের সূচনাকালে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম, কানাইঘাট উপজেলার প্রথম মুক্তিযোদ্ধা কমান্ডার স্বাধীনতা পরবর্তী সাবেক চেয়ারম্যান প্রবাসী শাকুর সিদ্দিকীর চাচা বীরমুক্তিযোদ্ধা ফয়জুর রহমান, দৈনিক সিলেটের দিনরাত পত্রিকার সম্পাদক মুজিবুর রহমান ডালিম।
উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সদর ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা পর্তুগাল প্রবাসী কাওছার আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি এম. আখতার হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি রোমান আহমদ নোমান, গাছবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান চৌধুরী সহ আরো অনেকে। উপজেলা চেয়ারম্যান মুমিন চৌধুরীর আহ্বানে সাড়া দিয়ে প্রবাসী শাকুর সিদ্দিকী করোনাভাইরাসের কারনে ঘরবন্দী পৌরসভার ৪’শতাধিক অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। পৌরসভার ৩নং ওয়ার্ডে নন্দিরাই পূর্ব জামে মসজিদ, ৪নং ওয়ার্ডের জন্তিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ ও শিবনগর দারুল কোরআন মাঠে উপজেলা চেয়ারম্যান মুমিন চৌধুরীর উপস্থিতিতে এসব খাদ্য সামগ্রী বিতরণকরা হয়। মুমিন চৌধুরী ও নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান এই কঠিন সংকট মুহুর্তে লকডাউনের কারণে ঘরবন্দী কানাইঘাট উপজেলার অসহায় শ্রমজীবি ও দরিদ্র পরিবারের পাশে খাদ্য সামগ্রী নিয়ে সহযোগিতার হাত প্রসারিত করায় প্রবাসী শাকুর সিদ্দিকী সহ যারা অনুরূপ ভাবে এগিয়ে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জানা গেছে, আরো কয়েকটি ইউনিয়নে শাকুর সিদ্দিকীর অর্থায়নে পর্যায়ক্রমে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd