সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাঠপর্যায়ে দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করায় হবিগঞ্জের বানিয়াচং থানার ওসি রঞ্জন কুমার সামন্তকে ক্লোজড করা হয়েছে।
সোমবার তাকে ক্লোজড করা হয় বলে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সম্প্রতি বেশকিছু মানুষ ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে বানিয়াচংয়ে ফিরেছেন। তাদের কোয়ারেন্টিন নিশ্চিত এবং আক্রান্ত পরিবারের সদস্যদের লকডাউনে রাখাসহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে পুলিশ। কিন্তু বানিয়াচং থানার ওসি রঞ্জন কুমার সামন্ত এ সব কাজে অনীহা প্রকাশ করেন। এ জন্য তাকে পুলিশ সদর দফতরের আদেশে ক্লোজড করা হয়েছে।
বর্তমানে সেখানে ওই থানার পরিদর্শক (তদন্ত) ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও জানান পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd