সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সামাজিক দূরত্ব না মেনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে খাদ্য উপহার বিতরণ করেছে সিলেট জেলা ছাত্রলীগ। করোনা পরিস্থিতিতে সংকটে পড়া গরিব, অসহায়, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মধ্যে তারা এই খাদ্য উপহার বিতরণ করেন। ছাত্রলীগের এ কর্মসূচিতে আওয়ামী লীগের দু’জন কেন্দ্রীয় নেতাসহ অর্ধশতাধিক আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। তবে এভাবে খাদ্য সামগ্রী বিতরণকে অনিরাপদ মনে করছেন সচেতন মহল।
সোমবার সিলেট নগরের শিবগঞ্জ সাদিপুরের সৈয়দ হাতিম আলী উচ্চবিদ্যালয় মাঠে শতাধিক পরিবারের হাতে এই খাদ্য উপহার তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিসিক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ, দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, সিলেট জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিরক রঞ্জন দে পাপলু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি মুহিবুস সালাম রিজভী, সহসভাপতি এনায়েতুল বারী মুর্শেদ, মহানগর যুবলীগ নেতা মিনার আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সেলিম চৌধুরী, যুবলীগ নেতা আজাদুর রহমান চঞ্চল।
সিলেট জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সহসভাপতি হারুন রশিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের খান, সাংগঠনিক সম্পাদক সায়েম আহমদ, দফতর সম্পাদক আদি রাজ উজ্জ্বল, উপদফতর সম্পাদক রাফিউল করিম মাসুম, উপসম্পাদক বখতিয়ার আকরাম চৌধুরী অনি, সদস্য শওকত হাসান মানিক, সাদেকুর রহমান চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সভাপতি সদরুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি এখলাসুর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারহান সাদিক।
এছাড়া উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রলীগ নেতা জাহের সুমন, এমএ রায়হান, আহমদ রাহাত, মনসুর মোর্শেদ, ইকবাল আহমদ, সাহেদ আলী, রাহাত আহমেদ, সোহেল আহমদ, সোহাগ রাজ, সৌরভ আচার্য, ইউসুফ আলী, আশরাফুল ইসলাম, ফয়সল আহমদ, মহাজ্যোতি চন্দ শিবুল, সজিব, তামিম, রুহেল, হাসান, বদরুল হুদা প্রমুখ।
সৌজন্যে: জাগো নিউজ২৪
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd