সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : ফেনীর সোনাগাজীতে মাদ্রাসী ছাত্রী ধর্ষণ ও ডাকাতির মামলা নিতে গড়িমসি করায় সোনাগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঈন উদ্দিন আহমেদকে ‘প্রত্যাহার’ করে পুলিশ সুপার কার্যালয়ের ‘লাইনওআর’ হিসেবে সংযুক্ত করা হয়েছে। জেলা পুলিশ থেকে শনিবার রাতে তাকে এক আদেশে ‘প্রত্যাহার’ করে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাজেদুল ইসলামকে সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বদলি করা হয়েছে।
জেল পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী স্বাক্ষরিত এক আদেশে সোনাগাজী থানায় নতুন ওসি পদায়নের এ সিদ্ধান্ত নেয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের এক উদ্ধর্তন কর্মকর্তা জানান, গত ২৩ এপ্রিল বৃহস্পতিবার মধ্যরাতে সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এক চা দোকানীর ঘরে ডাকাতরা হানা দেয়। এসময় ডাকাতরা ঘরের দরজার ছিটকানি ভেঙ্গে ভেতরে ঢুকে ঘরের সকলকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিন্মি করে। ডাকাতরা ঘরের আলমিরা ভেঙ্গে নগদ ১৫ হাজার টাকা, একটি মোবাইল ফোনসহ প্রয়োজনীয় সামগ্রী লুটে নেয়। এসময় ঘরে স্বর্ণালংকার না পেয়ে ডাকাতদের একজন গৃহকর্তার মাদ্রাসা পড়ুয়া মেয়ের হাত-পায়ের বাধন খুলে তাকে পাশের কক্ষে নিয়ে ধর্ষণ করে। এসময় গৃহকর্তা বাঁধা দিতে চাইলে ডাকাতরা তাকে ও তার স্ত্রীকে মারধর করে।
পরদিন ক্ষতিগ্রস্থ ব্যক্তি থানায় অভিযোগ দিতে চাইলে থানার ওসি মো. মঈন উদ্দিন আহমেদ মামলা নিতে ‘গরিমসি’ করে।
ওসি বিষয়টি ‘ধামাচাপা’ দেওয়ার চেষ্টাও করে। পরে জেলা পুলিশ বিষয়টি অবগত হলে শুক্রবার রাতে ছাত্রীর বাবা বাদি হয়ে অজ্ঞাত ৪জনকে আসামি করে মামলা দিলে ওসি মাঈন উদ্দিন তা রেকর্ড করে। পরদিন শনিবার ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা শেষে আদালতে ২২ ধারায় জবানবন্দি দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের ওই উদ্ধর্তন কর্মকর্তা আরো জানান, জেলা পুলিশ একাধিকবার মিটিং করে ওসি মাঈন উদ্দিনকে প্রত্যাহার করে পুলিশ সুপার কার্যালয়ের ‘লাইনওআর’ হিসেবে সংযুক্ত করা সোনাগাজী থানায় নতুন ওসির পদায়ান করে।
এদিকে জেলা পুলিশের অপর এক কর্মকর্তা জানান, সোনাগাজী থানার ওসি মো. মাঈন উদ্দিন এক মাস পূর্বে শিল্প পুলিশে বদলি হয়। তবে ওই সময়ে করোনার
সরকারী ছুটি পড়ে যাওয়ায় ওসি মো. মাঈন উদ্দিন নতুন কমস্থলে না যেয়ে পূর্বের কর্মস্থলে থেকে যান।
এ বিষয়ে ওসি মাঈন উদ্দিনের বক্তব্য জানতে তার সরকারী মুঠোফোনে যোগাযোগ করা হলে নতুন ওসি ফোন ধরায় মাঈন উদ্দিনের বক্তব্য জানতে পারা যায়নি।
জেল পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী জানান, শনিবার রাত থেকে সোনাগাজী মডেল থানায় নতুন ওসি যোগ দিয়েছেন।
প্রসঙ্গত, সোনাগাজীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় ততকালীন ওসি মোয়াজ্জেম হোসেন প্রত্যাহর ও চাকরিচ্যুত হলে গত বছরের ২ মে সোনাগাজী মডেল থানায় তিনি যোগদান করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd