জাফলংয়ে দু’পক্ষের হামলা-পাল্টা হামলার অভিযোগ

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২০

জাফলংয়ে দু’পক্ষের হামলা-পাল্টা হামলার অভিযোগ

Manual3 Ad Code
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের হামলা-পাল্টা হামলার। এই হামলায় আহত হয়েছেন উভয় পক্ষের অনেকেই।  গত বৃহস্পতিবার ৪টার দিকে উপজেলার জাফলং নয়াবস্তি গ্রামে গ্রামে এ ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলা জাফলং নয়াবস্তি গ্রামের ইনছান আলী (৭০)একই গ্রামের মৃত: মকবুল হোসেনের ছেলে ইউসুফ মিয়ার সাথে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার বিকাল ৩টার সময় জাফলং বাজারে কথা কাটাকাটি হয়। এক পর্যায় তাদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার এসআই রুহুল আমীন জানান- খবর পেয়ে আমি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। উভয়পক্ষের আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
ঘোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ জানান, মারামারি ঘটনায় দু পক্ষই থানায় অভিযোগ দিয়েছেন।পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..