কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে বসত ঘর ভাংচুর : থানায় মামলা রেকর্ড

প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২০

কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে বসত ঘর ভাংচুর : থানায় মামলা রেকর্ড

Manual6 Ad Code

কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের বড়দেশ দক্ষিণ গ্রামে টিনশেডের বসত ঘর ভাংচুরের ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে কানাইঘাট থানায় শুক্রবার রাতে মামলা এফআইআর করা হয়েছে।

Manual5 Ad Code

অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার সকাল ১০টার দিকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন বড়দেশ দক্ষিণ গ্রামের মাওঃ আব্দুন নুরের নির্মাণকৃত নতুন টিনশেডের একটি বসত ঘর ভাংচুর করে। হামলায় পরিবারের নারী-পুরুষ সহ ৩ জন আহত হন।

মামলার বাদী মাওঃ আব্দুন নুরের স্ত্রী ফাতিমা বেগমের অভিযোগ একই বাড়ির মৃত জওয়াদ আলীর পুত্র সিরাজ উদ্দিন (৫৫) এর নেতৃত্বে তার আত্মীয় স্বজনরা তাদের দখলীয় টিনশেডের বসত ঘর সহ মালামাল ভাংচুর করে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত করে।

Manual6 Ad Code

অপরদিকে মামলার আসামী সিরাজ উদ্দিন গংরা জানিয়েছেন তাদের মৌরসী জায়গার উপর মাওঃ আব্দুন নুর সহ তার পরিবারের লোকজন জোরপূর্বক ভাবে টিনশেডের ঘর নির্মাণ করে। এলাকায় এ নিয়ে অনেকবার সালিশ বিচার হয়েছে, কিন্তু তারা সালিশ বিচার মানে না। তাই আমাদের জায়গা দখলমুক্ত করেছি।

Manual2 Ad Code

মামলায় যাদের আসামী করা হয়েছে ঘটনার সময় অনেকেই সেখানে ছিলেন না বলে সিরাজ উদ্দিন দাবী করেছেন। অপরপক্ষ মাওঃ আব্দুন নুর জানিয়েছেন, তিনি তার জায়গার উপর ঘর নির্মাণ করলে বিপুল সংখ্যক লোকজনকে নিয়ে মহড়া দিয়ে সিরাজ উদ্দিন গংরা তার টিনশেডের ঘর ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..