ক্যামেরাপারসন রোজিনা আক্তারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২০

ক্যামেরাপারসন রোজিনা আক্তারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Manual4 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রথম নারী ক্যামেরাপারসন রোজিনা আক্তারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ কথা জানানো হয়।

শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Manual4 Ad Code

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিমও রোজিনা আক্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।ইহসানুল করিম শোকবার্তায় বলেন, রোজিনা আক্তার ছিলেন একজন দায়িত্ববান, বিনয়ী ও পরিশ্রমী চিত্রগ্রাহক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রোজিনা আক্তার (ডান দিকে), ছবি: সংগৃহীতমরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রীর প্রেসসচিব।

এর আগে শুক্রবার ভোরে মারা যান বাংলাদেশ টেলিভিশনের গ্রেড-১ তালিকাভুক্ত ক্যামেরাপারসন রোজিনা আক্তার। তার বয়স হয়েছিল ৪২ বছর।

Manual4 Ad Code

রোজিনা আক্তার বিটিভির প্রথম নারী ক্যামেরাপারসনের পাশাপাশি বাংলাদেশের প্রথম পেশাদার নারী ক্যামেরাপারসনও ছিলেন। তিনি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সরাসরি অনুষ্ঠান সম্প্রচারে কাজ করতেন। এছাড়া জাতীয় সংসদ অধিবেশন সম্প্রচারেও কাজ করতেন রোজিনা।

বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এসএম হারুন-অর-রশীদ বলেন, প্রেশার ফল করলে ভোরে রোজিনাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান।

Manual2 Ad Code

সপ্তাহ দুয়েক আগে রোজিনা আক্তার সিজারে মৃত সন্তান প্রসব করেছিলেন। সন্তানের শোকে তিনি শারীরিক অসুস্থতার সঙ্গে মানসিক ভাবেও ভেঙে পড়েছিলেন বলে জানা গেছে।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..