সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : মহামারি করোনাভাইরাসে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাণহানি ৫০ হাজার ছাড়িয়েছে। আজ শুক্রবার পর্যন্ত দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ৫০ হাজার ২৪৩ জন মারা গেছেন।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা আট লাখ ৮৬ হাজার ৭০৯ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৯০০ জন এবং মারা গেছেন দুই হাজার ৩৪২ জন।
সবচেয়ে বেশি ৫০৭ জনের মৃত্যুসহ নিউইয়র্কে মারা গেছেন মোট ২০ হাজার ৮৬১ জন। নিউজার্সিতে নতুন করে ৩৬৫ জন মারা যাওয়ায় সেখানে মৃতের সংখ্যা পাঁচ হাজার ৪২৮ জনে দাঁড়িয়েছে।
এ ছাড়া নতুন করে ম্যাসাচুসেটসে ১৭৮, ক্যালিফোর্নিয়ায় ১০৪, পেনসিলভানিয়ায় ১১১, ইলিনয়ে ১২৩, মিশিগানে ১৬৪ ও লুইজিয়ানায় ১২৬ জন মারা গেছেন। দেশটিতে মোট সুস্থ হয়েছেন ৮৫ হাজার ৯২২ জন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd