সি‌লে‌টে ক‌রোনার উপসর্গ নি‌য়ে একজ‌নের মৃত্যু

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০

সি‌লে‌টে ক‌রোনার উপসর্গ নি‌য়ে একজ‌নের মৃত্যু

Manual1 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সি‌লে‌টে শহীদ শামসু‌দ্দিন আহমদ হাসপাতা‌লে ক‌রোনার উপসর্গ নি‌য়ে ভ‌র্তি হওয়ার ক‌য়েক ঘণ্টার ম‌ধ্যে একজন মারা গে‌ছেন। বৃহস্প‌তিবার রাত ৮টার দি‌কে তি‌নি মারা যান।

এ‌দিন বি‌কেল ৪টার দি‌কে মৌলভীবাজা‌রের বড়‌লেখা উপ‌জেলার বা‌সিন্দা (৫০) ওই ব্য‌ক্তি‌কে শহীদ শামসু‌দ্দিন হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছিল। সিলেটের এই হাসপাতালকে করোনা আইসোলেশন সেন্টার ঘোষণা করে করোনা আক্রান্ত ও করোনার লক্ষণ থাকা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

Manual1 Ad Code

মারা যাওয়া ব্য‌ক্তির জ্বর-স‌র্দি ছিল ব‌লে জা‌নি‌য়ে‌ছেন শহীদ শামসু‌দ্দিন হাসপাতা‌লের আবাসিক চি‌কিৎসক (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র। তি‌নি ব‌লেন, মারা যাওয়ার পর ক‌রোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ ক‌রে রাখা হ‌চ্ছে। বড়‌লেখা উপ‌জেলা প্রশাস‌নের স‌ঙ্গে যোগা‌যোগ ক‌রে নিহ‌তের লাশ গ্রা‌মের বা‌ড়ি‌তে দাফ‌নের জন্য পাঠা‌নোর উ‌দ্যোগ নেওয়া হ‌য়ে‌ছে ব‌লে জানান ডা. সুশান্ত।

Manual7 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..