সিলেট ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : মৌলভীবাজার জেলার সদর থানা এলাকা থেকে “খাদ্য বান্ধব কর্মসূচির” ৩৮৫ কেজি চালসহ ০১ জনকে গ্রেফতার করেছে র্যাব-৯।
র্যাব জানায়, গতকাল ২২ এপ্রিল মৌলভীবাজার জেলার সদর থানা এলাকায় সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) র্যাব- ৯ এর একটি আভিযানিক দল মৌলভীবাজার জেলার সদর থানাধীন রাঙ্গুরিয়া এলাকায় অভিযান চালায়।
এসময় দরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে বিতরণকৃত খাদ্যবান্ধব কর্মসূচির ৩৮৫ কেজি চাল উদ্ধারসহ অবৈধভাবে এ চাল মজুদের অপরাধে ১ জনকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম নূপুর কান্তি রায় (২৮)। সে মৌলভীবাজার সদর থানার রাঙ্গুরিয়া গ্রামের মৃত গুনেন্দ্র রায়ের ছেলে।
পরে উদ্ধারকৃত খাদ্যদ্রব্যসহ গ্রেফতারকৃত নুপুর কান্তিকে মৌলভীবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd