সিলেট ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০
সিলেট :: বৃহত্তর সিলেটের সর্বাধিক পঠিক অনলাইন সংবাদমাধ্যম ক্রাইম সিলেট-এ প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনের সাথে ভিন্নমত পোষণ করেছেন ডা. নাদিরা বেগম। ‘সিলেটে করোনাকালে শুধু ফোনে পরামর্শ দিয়েই ৮০০ টাকা ফি নিচ্ছেন ডাক্তার নাদিরা!’ শিরোনামে ওই সংবাদ প্রতিবেদনটি প্রকাশিত হয়।
প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. নাদিরা বেগম ভিন্নমত পোষণ করে নিজের বক্তব্য প্রেরণ করেন। ডা. নাদিরা বেগমের ভিন্নমত পোষণের বক্তব্য নিচে হুবুহু তুলে ধরা হলো-
‘‘২১ এপ্রিল ক্রাইম সিলেট ডটকম অনলাইনে ‘সিলেটে করোনাকালে শুধু ফোনে পরামর্শ দিয়েই ৮০০ টাকা ফি নিচ্ছেন ডা. নাদিরা’ শিরোনামের প্রতিবেদন প্রকাশ হয়েছে। এ প্রতিবেদন দেখে আমি বিস্মিত ও হতবাক হয়েছি। আমাকে সামাজিকভাবে অপদস্থ করতে ইচ্ছাকৃতভাবে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে; আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রকাশিত প্রতিবেদনের সাথে সম্পূর্ণ ভিন্নমত পোষণ করে আমার বক্তব্য তুলে ধরছি।
আমি দীর্ঘ ১৫ বছর ধরে পেশাদারিত্বের সাথে সিলেট শহরে গাইনি এবং প্রসূতী রোগ বিশেষজ্ঞ হিসেবে প্র্যাকটিস করে আসছি। বর্তমান করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকির কারণে চেম্বারে রোগী দেখা বন্ধ করলেও রোগীদের কাথা চিন্তা করেই টেলিমেডিসিন সার্ভিস চালু করি। যা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে চালু রয়েছে। আর সার্ভিসের জন্য কনসাল্টেশন ফি নির্ধারণও করি। তবে আগের মতোই গরীব ও অসচ্ছ্বল রোগীদের ক্ষেত্রে বিনা পয়সায় পরামর্শ প্রদান করে আসছি। এছাড়া বিনা পয়সায় অনেক রোগীর অস্ত্রোপচারও করে দিয়েছি।
এমতাবস্থায় হঠাৎ করে কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠান আমার এই টেলিমেডিসিন সার্ভিস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক মন্তব্য করে; যার ফলশ্রুতিতে অনলাইন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করাও হয়। যা একজন নারী চিকিৎসক হিসেবে আমার জন্য চরম অসম্মানজনক এবং আমার পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। আমি মনে করি, আমাকে সামাজিকভাবে অপদস্থ করার জন্য ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’’
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd