ছাতকে আকিজ প্লাস্টিক কোম্পানির নিরাপত্তাকর্মী করোনা আক্রান্ত

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০

ছাতকে আকিজ প্লাস্টিক কোম্পানির নিরাপত্তাকর্মী করোনা আক্রান্ত

Manual8 Ad Code

ছাতক প্রতিনিধি :: ছাতকের আকিজ প্লাস্টিক কোম্পানির মফিজুল ইসলাম নামে এক নিরাপত্তা কর্মীর মধ্যে করোনা ভাইরাসের জীবানু পাওয়া গেছে। আক্রান্ত নিরাপত্তা কর্মীকে বৃহস্পতিবার সকালে কোম্পানীর একটি গাড়ীতে করে সিলেটের সামছু উদ্দিন মেডিকেলে পাঠানো হয়েছে।

Manual2 Ad Code

করোনা ভাইরাসের আক্রান্তের খবরে পুরো পৌর এলাকাজুড়ে আতংক দেখা দিয়েছে। উপজেলা প্রশাসনের নির্দেশে দুপুরে কোম্পানীটি দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষনা করছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল থেকে কোম্পানী পূরোপুরি বন্ধ করে কারখানা এলাকা সম্পূর্ণ লকডাউন ঘোষনা করা হয়েছে।

করোনার আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তী জানান, গত ১৯ এপ্রিল করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে মেডিকেলে থেকে পাওয়া ওই নিরাপত্তা কর্মীর রিপোর্টে পজেটিভ উল্লেখ করা হয়েছে।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..