কানাইঘাটে বিভিন্ন প্রতিষ্ঠানে পিপিই বিতরণ করলেন সিলেট মহানগর আ’লীগের সভাপতি

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০

কানাইঘাটে বিভিন্ন প্রতিষ্ঠানে পিপিই বিতরণ করলেন সিলেট মহানগর আ’লীগের সভাপতি

Manual7 Ad Code

কানাইঘাট প্রতিনিধি :: সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ তার ব্যক্তিগত উদ্যোগে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা পুলিশ ও কানাইঘাট প্রেসক্লাবে উন্নতমানের পার্সোনাল প্রটেকশন ইকুপমেন্ট (পিপিই) বিতরণ করেছেন।

Manual8 Ad Code

বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রথমে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ শেখ শরুফুদ্দিন নাহিদের উপস্থিতিতে কর্তব্যরত ডাক্তারদের মধ্যে পরবর্তীতে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান এবং প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুন নুর ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের কাছে পিপিই তুলে দেন। এছাড়া করোনাভাইরাসের প্রার্দুভাব থেকে সচেতন থাকার জন্য কয়েক হাজার স্বাস্থ্য নির্দেশিকা দলীয় নেতাকর্মীদের মাধ্যমে জনসাধারণে মধ্যে বিতরণ করেন মাসুক উদ্দিন আহমদ।

দশম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে আওয়ামীলীগের প্রার্থী পরবর্তী দলের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে মনোনয়ন প্রত্যাহারকারী মহানগর আওয়ামীলীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ পৃথক পিপিই তুলে দেয়ার সময় বলেন, করোনা আজ সারাবিশ্বে মহামারি হিসেবে ছড়িয়ে পড়েছে। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারনে আগ থেকে জনসাধারণকে করোনার সংক্রমণ থেকে দেশবাসীকে রক্ষা করার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় এখনও আমাদের দেশের মানুষ করোনা মহামারি থেকে অনেকটা হেফাজতে রয়েছেন। এ ভাইরাস থেকে রক্ষা পেতে হলে সরকারের সবধরনের নির্দেশনা আমাদের মেনে চলতে হবে।

Manual1 Ad Code

তিনি আরো বলেন, এই মহাদুর্যোগের সময় চিকিৎসক, মাঠ প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক মহল ও জনপ্রতিনিধিরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন। আমি ব্যক্তিগত পক্ষ থেকে এই সময়ে কিছিু পিপিই প্রদান করছি। পাশাপাশি মাসুক উদ্দিন আহমদ সরকারী বরাদ্দকৃত খাদ্য সামগ্রী দলমতের উর্ধ্বে উঠে সুষ্ঠুভাবে বিতরণ করার জন্য জনপ্রতিনিধি এবং দলীয় নেতাকর্মী ও যারা খাদ্য সামগ্রী বিতরণ করছেন তাদের প্রতি আহ্বান জানান।

Manual5 Ad Code

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ নেতা আতিকুর রহমান সুহেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নাজমুল হক, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, কানাইঘাট পৌর আওয়ামীলীগ নেতা রফিক আহমদ, কাউন্সিলর তাজ উদ্দিন, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখ আব্দুল করিম, জকিগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি নুরুল ইসলাম সুহেল, জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আহমেদুল কবির মান্না, কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি এম.আখতার হোসেন, সাবেক ছাত্রনেতা কাওছার আহমদ, পৌর ছাত্রলীগের সভাপতি রোমান আহমদ নোমান, সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান সহ আরো অনেকে। এ সময় নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান, স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ শেখ শরফুদ্দিন নাহিদ, থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ কর্তৃক স্ব-স্ব প্রতিষ্ঠানে পিপিই প্রদান করায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..