সিলেটের মৃত ডা. মঈনকে নিয়ে গুজব, ঢাকায় যুবক আটক

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২০

সিলেটের মৃত ডা. মঈনকে নিয়ে গুজব, ঢাকায় যুবক আটক

Manual3 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিনের বিরুদ্ধে ফেসবুকে গুজব ও কুৎসা রটনার দায়ে এক যুবককে আটক করেছে সিআইডি।

Manual3 Ad Code

বুধবার (২২ এপ্রিল) দুপুরে তাকে আটক করা হয়।  সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। রাজধানীর বাড্ডা এলাকা থেকে আটক ওই যুবকের নাম রিয়াজুল আবির (৩১)।

Manual8 Ad Code

ফারুক হোসেন বলেন, ডা. মঈন উদ্দিন মারা যাওয়ার পর সে (আবির) চিকিৎসক সমাজকে উস্কে দেওয়ার জন্য কতিপয় কুচক্রী মহল বিভিন্ন কুৎসামূলক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে থাকে। আমাদের অনলাইন মনিটরিং সেল মঈন উদ্দিনসহ চিকিৎসক সমাজের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো বিভিন্ন পোস্ট শনাক্ত করে। আজ সাইবার পুলিশের একটি বিশেষ টিম রাজধানীর বাড্ডা এলাকা থেকে ওই যুবককে আটক করে। এসময় তার কাছে থেকে একটি মোবাইল সেট জব্দ করা হয়।

Manual6 Ad Code

আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..